পরীক্ষা দিতে বা বিগত প্রশ্ন পড়তে এখানে ক্লিক করুন।

'মহাকবি আলাওয়াল' নাটকটির রচয়িতা কে?

  • A. সিকান্দার আবু জাফর
  • B. আনিস চৌধুরী
  • C. সৈয়দ ওয়ালীউল্লাহ
  • D. শওকত ওসমান
  • সঠিক উত্তর: সিকান্দার আবু জাফর

    'মহাকবি আলাওয়াল' নাটকটির রচয়িতা সিকান্দার আবু জাফর। 

    সিকান্দার আবু জাফর (১৯ মার্চ ১৯১৯ - ৫ আগস্ট ১৯৭৫) একজন বাঙালি কবি, সঙ্গীত রচয়িতা, নাট্যকার ও সাংবাদিক। তিনি ভারত বিভাগোত্তর কালে প্রকাশিত সাহিত্য পত্রিকা "সমকাল" সম্পাদনার জন্য বিশেষ ভাবে খ্যাত।

    তাঁর উল্লেখযোগ্য নাটক -

    অন্যদিকে, 

    আনিস চৌধুরী (জন্ম: ২ নভেম্বর, ১৯২৯ - মৃত্যু: ১৯৯০) ছিলেন বাংলাদেশী নাট্যকার এবং ঔপন্যাসিক। তাঁর উল্লেখযোগ্য কিছু নাটক : মানচিত্র, অ্যালবাম (১৯৬৫), চেহারা (১৯৭৯), তবুও অন্যান্য ইত্যাদি। 

    সৈয়দ ওয়ালীউল্লাহ (১৫ আগস্ট ১৯২২ - ১০ অক্টোবর ১৯৭১) ছিলেন আধুনিক বাংলা সাহিত্যের একজন কথাশিল্পী। তাঁর উল্লেখযোগ্য কিছু নাটক : বহিপীর (১৯৬০), উজানে মৃত্যু (১৯৬৩), সুড়ঙ্গ (১৯৬৪), তরঙ্গভঙ্গ (১৯৭১) ইত্যাদি। 

    শওকত ওসমান (২ জানুয়ারি ১৯১৭–মে ১৪, ১৯৯৮) বিংশ শতাব্দীর বাংলাদেশের একজন স্বনামখ্যাত লেখক ও কথাসাহিত্যিক। তাঁর উল্লেখযোগ্য কিছু নাটক : আমলার মামলা (১৯৪৯), পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা (১৯৯০), তস্কর ও লস্কর, কাঁকর মনি, বাগদাদের কবি (১৯৫৩) ইত্যাদি। 


    সম্পর্কিত প্রশ্নাবলী

    পরীক্ষা দিতে বা বিগত প্রশ্ন পড়তে এখানে ক্লিক করুন।