পরীক্ষা দিতে বা বিগত প্রশ্ন পড়তে এখানে ক্লিক করুন।

কোন উপসর্গটি ভিন্নার্থের প্রযুক্ত?

  • A. উপভোগ
  • B. উপগ্রহ
  • C. উপসাগর
  • D. উপনেতা
  • সঠিক উত্তর: উপভোগ

    উপভোগ শব্দটি ভিন্নার্থে প্রযুক্ত।  'উপ' সংস্কৃত বা তৎসম উপসর্গ।

    উপগ্রহ, উপসাগর, উপনেতা এই তিন শব্দে ক্ষুদ্র অর্থে 'উপ' উপসর্গ ব্যবহৃত হয়েছে।অন্যদিকে, উপভোগ শব্দে 'উপ' উপসর্গটি 'বিশেষ তৃপ্তি' অর্থে ব্যবহৃত হয়েছে।

    'উপ' উপসর্গ যে অর্থে ব্যবহৃত হয়-

    সংস্কৃত উপসর্গ: সংস্কৃত উপসর্গ ২০টি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।


    উপসর্গ নিয়ে আরো জানতে.....

    উপসর্গঃ ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশেরই নাম উপসর্গ। উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলে এদের অর্থদ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে। অর্থের সংকোচন বা প্রসার হয়।

    যেমন ‘কাজ' একটি শব্দ । এর আগে ‘অ’ - অব্যয়টি যুক্ত হলে হয় ‘অকাজ’ যার অর্থ নিন্দনীয় কাজ। এখানে অর্থের সংকোচন হয়েছে।  অজানা (অ+জানা), অভিযােগ (অভি+যােগ), বেতার (বেতার) প্রভৃতি শব্দের অ’, ‘অভি’, ‘বে’ হলাে উপসর্গ।

    ‘পূর্ণ’ (ভরা) শব্দের আগে ‘পরি’ যোগ করায় ‘পরিপূর্ণ' হলো। এটি পূর্ণ শব্দের সম্প্রসারিত রূপ (অর্থে ও আকৃতিতে)। ‘হার’ শব্দের পূর্বে ‘আ’ যুক্ত করে ‘হার’ (খাওয়া), ‘প্র’ যুক্ত করে ‘প্রহার’ (মারা), 'বি' যুক্ত করে ‘বিহার' (ভ্রমণ), 'পরি' যোগ করে ‘পরিহার' (ত্যাগ), ‘উপ’ যোগ করে ‘উপহার’ (পুরস্কার), ‘সম’ যোগ করে ‘সংহার’ (বিনাশ) ইত্যাদি বিভিন্ন অর্থে বিভিন্ন শব্দ তৈরি হয়েছে।

    বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ আছে : বাংলা, তৎসম (সংস্কৃত) এবং বিদেশি উপসর্গ।

    ১. খাঁটি বাংলা উপসর্গ: খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি। যথা: অ, অনা, অজ, অঘা, আ, আড়, আন, আর, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।


    ২. সংস্কৃত উপসর্গ: সংস্কৃত উপসর্গ ২০টি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

    ৩. বিদেশি উপসর্গ: বাংলা ভাষায় বহু বিদেশি উপসর্গ রয়েছে। যেমন: বে, বর, বদ, ফি, গর, নিম, দর, কাম ইত্যাদি।

    ইংরেজি, আরবি, ফারসি ইত্যাদি ভাষা মিলে গড়ে উঠেছে বিদেশি উপসর্গ।


    সম্পর্কিত প্রশ্নাবলী

    পরীক্ষা দিতে বা বিগত প্রশ্ন পড়তে এখানে ক্লিক করুন।