পরীক্ষা দিতে বা বিগত প্রশ্ন পড়তে এখানে ক্লিক করুন।

নিচের কোনটি ফারসি উপসর্গ?

  • A. গর
  • B. অধি
  • C. কু
  • D. কম
  • সঠিক উত্তর: কম

    ফারসি উপসর্গ হলো কম।

    অন্যদিকে, গর বিদেশি উপসর্গ, অধি তৎসম বা সংস্কৃত উপসর্গ, কু খাঁটি বাংলা উপসর্গ।

    ফারসিতে ১১টি উপসর্গ আছে। ফারসি উপসর্গগুলো হল- কম্, কার, দর্ , ব, বর, বে, বদ, না, খোশ, নিম, ফি।

    উপসর্গ নিয়ে আরো....

    উপসর্গঃ যেসব বর্ণ বা বর্ণের সমষ্টি ধাতু এবং শব্দের আগে বসে সাধিত শব্দের অর্থের পরিবর্তন, সম্প্রসারণ কিংবা সংকোচন ঘটায়, তাদের বলা হয় উপসর্গ। যেমন: প্র, পরা, পরি, নির ইত্যাদি।

    উপসর্গের শ্রেণিবিভাগ: বাংলা ভাষায় উপসর্গ তিন প্রকার। যথা:

    ১. খাঁটি বাংলা উপসর্গ

    ২. সংস্কৃত উপসর্গ ও

    ৩. বিদেশি উপসর্গ।

    ১. খাঁটি বাংলা উপসর্গ: খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি। যথা: অ, অনা, অজ, অঘা, আ, আড়, আন, আর, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

    ২. সংস্কৃত উপসর্গ: সংস্কৃত উপসর্গ ২০টি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

    ৩. বিদেশি উপসর্গ: বাংলা ভাষায় বহু বিদেশি উপসর্গ রয়েছে। যেমন: বে, বর, বদ, ফি, গর, নিম, দর, কাম ইত্যাদি।

    ইংরেজি, আরবি, ফারসি ইত্যাদি ভাষা মিলে গড়ে উঠেছে বিদেশি উপসর্গ।


    সম্পর্কিত প্রশ্নাবলী

    পরীক্ষা দিতে বা বিগত প্রশ্ন পড়তে এখানে ক্লিক করুন।