পরীক্ষা দিতে বা বিগত প্রশ্ন পড়তে এখানে ক্লিক করুন।

'বদমেজাজি' ও 'বদনাম' শব্দের 'বদ' কোন ধরনের উপসর্গ?

  • A. বাংলা
  • B. ফারসি
  • C. আরবি
  • D. হিন্দি
  • সঠিক উত্তর: ফারসি

    'বদমেজাজি' ও 'বদনাম' শব্দের 'বদ' ফারসি উপসর্গ।

    বিদেশি উপসর্গঃ বাংলা ভাষায় বহু বিদেশি উপসর্গ রয়েছে। যেমন—বে, বর, বদ, ফি, গর, নিম, দর, কাম ইত্যাদি।

    বিদেশি উপসর্গের প্রয়োগঃ

    বে—বেয়াদব, বেসামাল।

    বদ—বদলোক, বদনাম।

    বাক্যে বিদেশি উপসর্গের প্রয়োগ- হিসেবে গরমিল থাকলে খাসমহল লাটে উঠবে। বহাল তবিয়তে দস্তখত করে ফি-রোজ হেড অফিসে আসা যাওয়া কর।


    সম্পর্কিত প্রশ্নাবলী

    পরীক্ষা দিতে বা বিগত প্রশ্ন পড়তে এখানে ক্লিক করুন।