পরীক্ষা দিতে বা বিগত প্রশ্ন পড়তে এখানে ক্লিক করুন।

নিচের কোন শব্দটিতে 'প্রতি' উপসর্গ ভিন্নার্থে প্রযুক্ত?

  • A. প্রতিবিম্ব
  • B. প্রতিশব্দ
  • C. প্রতিচ্ছবি
  • D. প্রতিদান
  • সঠিক উত্তর: প্রতিদান

    'প্রতি' উপসর্গ ভিন্নার্থে প্রযুক্ত প্রতিদান শব্দে।

    প্রতিবিম্ব, প্রতিশব্দ, প্রতিচ্ছবি তিনটি উপসর্গ একই অর্থে ( সদৃশ অর্থে) ব্যবহৃত হয়েছে।

    'প্রতি' তৎসম উপসর্গ। 

    'প্রতি' উপসর্গ যে যে অর্থে ব্যবহৃত হয়-

    উপসর্গ নিয়ে আরো.....

    উপসর্গঃ ভাষায় ব্যবহৃত অব্যয়সূচক শব্দাংশেরই নাম উপসর্গ। উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থবাচকতা নেই, কিন্তু অন্য শব্দের আগে যুক্ত হলে এদের অর্থদ্যোতকতা বা নতুন শব্দ সৃজনের ক্ষমতা থাকে। অর্থের সংকোচন বা প্রসারণ হয়।

    যেমন ‘কাজ' একটি শব্দ । এর আগে ‘অ’ - অব্যয়টি যুক্ত হলে হয় ‘অকাজ’ যার অর্থ নিন্দনীয় কাজ। এখানে অর্থের সংকোচন হয়েছে। 

    ‘পূর্ণ’ (ভরা) শব্দের আগে ‘পরি’ যোগ করায় ‘পরিপূর্ণ' হলো। এটি পূর্ণ শব্দের সম্প্রসারিত রূপ (অর্থে ও আকৃতিতে)। ‘হার’ শব্দের পূর্বে ‘আ’ যুক্ত করে ‘আহার’ (খাওয়া), ‘প্র’ যুক্ত করে ‘প্রহার’ (মারা), 'বি' যুক্ত করে ‘বিহার' (ভ্রমণ), 'পরি' যোগ করে ‘পরিহার' (ত্যাগ), ‘উপ’ যোগ করে ‘উপহার’ (পুরস্কার), ‘সম’ যোগ করে ‘সংহার’ (বিনাশ) ইত্যাদি বিভিন্ন অর্থে বিভিন্ন শব্দ তৈরি হয়েছে।

    বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ আছে : বাংলা, তৎসম (সংস্কৃত) এবং বিদেশি উপসর্গ।

    ১. খাঁটি বাংলা উপসর্গ: খাঁটি বাংলা উপসর্গ মোট ২১টি। যথা: অ, অনা, অজ, অঘা, আ, আড়, আন, আর, ইতি, উন, কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

    ২. সংস্কৃত উপসর্গ: সংস্কৃত উপসর্গ ২০টি। যথা: প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, আ, উপ।

    ৩. বিদেশি উপসর্গ: বাংলা ভাষায় বহু বিদেশি উপসর্গ রয়েছে। যেমন: বে, বর, বদ, ফি, গর, নিম, দর, কাম ইত্যাদি।

    ইংরেজি, আরবি, ফারসি ইত্যাদি ভাষা মিলে গড়ে উঠেছে বিদেশি উপসর্গ।

    আ, সু, বি, নি- এই চারটি উপসর্গ বাংলা এবং তৎসম উভয় উপসর্গেই পাওয়া যায়।

    তৎসম/সংস্কৃত উপসর্গগুলো যে যে অর্থে ব্যবহৃত হয়-

    উপসর্গ 'প্র'

    উপসর্গ 'প্রতি'

    উপসর্গ 'অভি'

    উপসর্গ 'পরা'

    উপসর্গ 'অপ'

    উপসর্গ 'সম্'

    উপসর্গ 'নি' 

    উপসর্গ 'অব'

    উপসর্গ 'অনু'

    উপসর্গ 'নির'

    উপসর্গ 'দুর'

    উপসর্গ 'বি'

    উপসর্গ 'সু'

    উপসর্গ 'উৎ'

    উপসর্গ 'অধি'

    উপসর্গ 'পরি'

    উপসর্গ 'উপ'

    উপসর্গ 'অতি'

    উপসর্গ 'আ' 

    বাক্যে তৎসম উপসর্গের প্রয়োগ- কালের প্রভাবে নিয়মের পরিবর্তন ঘটেছে। ওসমান রণক্ষেত্রে বীরত্বের পরাকাষ্ঠা প্রদর্শন করেও পরাজিত হলেন। সমাগত সুধীজনকে সাদর অভিনন্দন জানানো হলো। তাঁর পুত্রদের সঙ্গে চিঠিপত্র আদান-প্রদান নেই বলে তাঁর দুঃখের সীমা- পরিসীমা নেই।


    সম্পর্কিত প্রশ্নাবলী

    পরীক্ষা দিতে বা বিগত প্রশ্ন পড়তে এখানে ক্লিক করুন।